ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

 ব্রাজিলের রোনালদো চতুর্থবার বিয়ে করতে যাচ্ছেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম

 ব্রাজিলের রোনালদো চতুর্থবার বিয়ে করতে যাচ্ছেন

 ব্রাজিলের রোনালদো চতুর্থবার বিয়ে করতে যাচ্ছেন

 দু’জনে প্রেম করেছেন টানা ৮ বছর। এই দীর্ঘ সময় পর প্রেমিক রোনালদোকে বিয়ের প্রস্তাব দিলেন প্রেমিকা সেলিনা। ২০১৫ সালে প্রথমবার দেখা হয়েছিল তাদের। ইনস্টাগ্রামে রোনালদোর প্রেমিকা সেলিনা লেখেন, হ্যাঁ। আমি রাজি। তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি। প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত মুখ সেলিনা। তিনি পেশায় মডেল।

এর আগে তিনবার বিয়ে করেছেন ব্রাজিলের এই কিংবদন্তি খেলোয়াড়। ১৯৯৯ সালে মডেল সুজানা ওয়ের্নারের সঙ্গে সম্পর্ক শেষ করে ব্রাজিলিয়ান ফুটবলার মিলান ডমিনগুয়েজকে বিয়ে করেন রোনালদো। চার বছরের সংসারে জন্ম হয় একমাত্র সন্তান রোনালডের।

এরপর ২০০৫ সালে ব্রাজিলিয়ান মডেল ও এমটিভি ভিজে ড্যানিয়েল সিকারেল্লিকে বিয়ে করেন রোনালদো। তবে সেই সংসার টিকেছিল মাত্র তিন মাস। এরপর মারিয়া বিয়েট্রিচকে বিয়ে করেন ২০০২ বিশ্বকাপের টপ স্কোরার রোনালদো। সেই সংসারে মারিয়া সোফিয়া ও মারিয়া এলিস নামের দুই সন্তান আছে।

এছাড়া ব্রাজিলিয়ান ক্রীড়াবিদ মিশেল উমেজুর সঙ্গে প্রেমের সম্পর্কের সময় ২০০৫ সালে জন্ম হয় অ্যালেক্সের। ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, উমেজু বডিবিল্ডার ছিলেন।

এনবিএস/ওডে/সি