ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

 পাওলো দিবালার গোলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে রোমা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৩, ০৩:০১ পিএম

 পাওলো দিবালার গোলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে রোমা

 পাওলো দিবালার গোলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে রোমা

অনেক চড়াই উতরাই পেরিয়ে পাওলো দিবালার গোলে জয়ের দেখা পেলো এএস রোমা। ফলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। শেষ ষোলতে তারা ১-০ গোলে হারিয়েছে জেনোয়াকে।

হোম ম্যাচে শুরু থেকেই একের পর এক আক্রমণে জেনোয়ার রক্ষণে কাঁপন ধরিয়ে দেয় মরিনিয়োর রোমা। কিন্তু কাক্সিক্ষত গোল আসছিল না।

কখনও গোলরক্ষক আবার কখনও বাধা হয়েছে ক্রসবার। অবশেষে ৬৩ মিনিটে ভাঙ্গে ডেটলক। দলের সবচেয়ে বড় তারকা পাওলো দিবালার গোলে কোয়ার্টার ফাইনালের জায়গা করে নেয় রোমা।

এনবিএস/ওডে/সি