এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৩, ০৮:০১ পিএম
ফিফা অ্যাওয়ার্ডের প্রাথমিক তালিকায় ১৪ ফুটবলার, নেই রোনালদো
ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের জন্য আন্তর্জাতিক ফুটবলের শাসক সংস্থা ফিফা ১৪ ফুটবলারের নাম প্রকাশ করেছে। যেখানে রয়েছে লিওনেল মেসি, এমবাপ্পে ও নেইমারের নাম। কিন্তু এ তালিকায় জায়গা পাননি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
২০২১-২২ মৌসুমের শুরু থেকে কাতার বিশ্বকাপ পর্যন্ত পারফরম্যান্সকে মূল্যায়ন করে প্রকাশ করা হয়েছে এ তালিকা। সে মৌসুম আর বিশ্বকাপটা ভালো না কাটায় ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের তালিকায় নেই রোনালদোর নাম।
তালিকায় থাকা বিশ্বকাপ মাতানো লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে হট ফেভারিট পুরস্কার জেতার জন্য।
এছাড়াও তালিকায় আরও আছেন - হুলিয়ান আলভারেজ, জুডে বেলিংহাম, করিম বেনজেমা, ডি ব্রুইনা, হালান্ড, আশরাফ হাকিমি, লেভানদোভস্কি, সাদিও মানে, লুকা মড্রিচ, মোহাম্মদ সালাহ ও ভিনিসিয়ুস জুনিয়র। ভোটাভুটি শেষে আগামী ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করবে ফিফা।
এনবিএস/ওডে/সি