এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৩, ০৮:০১ পিএম
বিপিএল চট্টগ্রাম পর্ব- কুমিল্লাতে ১৭৮ রানের টার্গেট দিলো বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষের ম্যাচে নির্ধারিত ২০ ওভারের ১৭৭ রান করেছে সাকিব আল হাসানের ফরচুর বরিশাল।
এই ম্যাচে ৪৫ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার মেহেদী মিরাজকে হারিয়ে ধাক্কা খায় বরিশাল। আরেক ওপেনার এনামুল বিজয়ও সুবিধা করতে পারেননি।
তিনে নামা চতুরাঙ্গা ডি সিলভা ১২ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে ফেরেন সাজঘরে। এরপর দলের হাল ধরেন সাকিব ৮ চার আর ৪ ছক্কায় সাজানো ইনিংসে ৮১ তুলেও অপরাজিত ছিলেন সাকিব। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তানভীর ইসলাম। সবমিলিয়ে ৬ উইকেট খোয়ানো বরিশাল কুমিল্লাকে ১৭৮ রানের বড় টার্গেট দিয়েছে।
এনবিএস/ওডে/সি