ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

মোশাররফ করিমের সঙ্গে জয় গোস্বামী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম

মোশাররফ করিমের সঙ্গে জয় গোস্বামী

 মোশাররফ করিমের সঙ্গে জয় গোস্বামী

 বাংলা ভাষার কবিতাপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় পশ্চিমবঙ্গের কবি জয় গোস্বামী। ৬৯ বছর বয়সী এ কবি বাংলা ভাষার জীবনানন্দ-পরবর্তী অন্যতম জনপ্রিয় কবি। অন্যদিকে বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ৫১ বছর বয়সী এ অভিনেতা গত দুই দশকে সাড়ে ছয় শর বেশি নাটকে অভিনয় করেছেন। তার অভিনয়ের জাদু ছড়িয়েছে চলচ্চিত্রেও।

নিজ নিজ অবস্থান ছাড়াও তাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক রয়েছে। আর তা হলো, জয় গোস্বামী ভীষণ রকম পছন্দ করেন অভিনেতা মোশাররফ করিমকে। তাই তো ভালোবেসে নিজের ‘প্রণাম’ পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। অভিনেতাও এই সম্মান মাথা পেতে নিয়েছেন পরম শ্রদ্ধায়। দেখা হওয়ার সুযোগ হয়নি কখনো, তবে ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক যেন এক সুতায় বেঁধে দিল দুজনকে। অবশেষে কবির সঙ্গে দেখা হলো অভিনেতার।

শুক্রবার (১৩ জানুয়ারি) কবির সামাজিক মাধ্যম ‘জয় গোস্বামী ফ্যান ক্লাব’থেকে সেই ভালোবাসার প্রকাশ দেখতে পায় অনুরাগীরা। এদিন বেশ কিছু ছবি প্রকাশ করে মাধ্যমটি। সেখানে খোশ মেজাজে দেখা যাচ্ছে অভিনেতা ও কবিকে। ইতোমধ্যে সেই ছবি নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছে।

এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনের সন্ধ্যায় বক্তব্যের এক ফাঁকে মোশাররফ করিমের অভিনয়ের তুমুল প্রশংসা করেন জয় গোস্বামী।

জয় গোস্বামী বলেন, আমি অভিনেতা মোশাররফ করিমের অভিনয় দেখেছি। তার সাথে যদি আপনাদের কারও দেখা হয়, আমার প্রণাম তার কাছে পৌঁছে দেবেন। তাকে বলবেন, কলকাতা শহরের এক বৃদ্ধ তাকে প্রণাম জানিয়েছেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ।

কবির কণ্ঠে এমন প্রশংসার কথা শুনে জয় গোস্বামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোশাররফ করিমও। তিনি বলেন, জয় গোস্বামীর সাথে ফোনে কথা হলেও কখনো দেখা হয়নি। উনি এত বড় মাপের একজন মানুষ। তিনি আমার অভিনয় পছন্দ করেন, এটা শুনেই তো ভালো লাগছে। আমি ওনার সাথে দেখা করব।

এনবিএস/ওডে/সি