ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

পাকিস্তান দলে বাবরকে দুর্বল করার চেষ্টা চলছে: মিসবাহ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৩, ০৭:০১ পিএম

পাকিস্তান দলে বাবরকে দুর্বল করার চেষ্টা চলছে: মিসবাহ

 পাকিস্তান দলে বাবরকে দুর্বল করার চেষ্টা চলছে: মিসবাহ

 ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাবর আজমের। তবুও পাকিস্তানের তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি, যা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বাবর। এমন অবস্থায় বাবরকে দরকার দলের ভেতর থেকে সমর্থন করার। কিন্তু ভেতর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

লাহোরে গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপে মিসবাহ বলেন, ক্রিকেটটা আমার রক্তে। আমি সবসময় ম্যাচ দেখি এবং এটা নিয়ে পড়িও। আমি যা দেখছি, দলে বাবর আজমের অবস্থান দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। মিসবাহ মনে করছেন, ইদানীং বাবরকে এমন সব প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে যেটা দেখে সহজেই বোঝা যায়, অধিনায়ক হিসেবে তাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

মিসবাহ বলেন, দেখুন তাকে কী ধরনের প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। এসব দেখলেই বোঝা যায় অধিনায়ক হিসেবে তাকে দুর্বল করার চেষ্টা চলছে। আমার ভয় হয়, এটার খুব খারাপ একটা প্রভাব পড়বে ড্রেসিংরুমে। যদি আপনি কাউকে এভাবে চাপে রাখেন, দলেরই ক্ষতি হবে এবং পাকিস্তান ক্রিকেটের জন্য এটা ভালো কিছু নয়।

এদিকে ক্রিকেট পাকিস্তানের খবর বাবরকে এক ফরম্যাটের নেতৃত্বে রাখার কথা ভাবছে পিসিবি। আর তার কারণ হিসেবে দেখানো হচ্ছে ঘরের মাঠে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতাকে। এমনও শোনা যাচ্ছে, টেস্ট ও ওয়ানডের নেতৃত্বে আনা হতে পারে শান মাসুদকে। সম্প্রতি তাকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে সে ইঙ্গিতও হয়তো দিয়ে রাখল পিসিবি।

এনবিএস/ওডে/সি