এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ মে, ২০২২, ০৯:০৫ পিএম
নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া! পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ির বাজারে ইবি
তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারে সবজি থেকে মাংস, ফল থেকে তেল, মশলা, সবকিছুরই অগ্নিমূল্য। সংসার চালাতে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। লাগাম ছাড়া দামের পরিস্থিতি খতিয়ে দেখতে এবার জলপাইগুড়ির বাজারগুলিতে অভিযান চালালো স্টেট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (Enforcement Brunch) বিশেষ দল। বাজার মূল্য খতিয়ে দেখতে কলকাতা থেকে এই বিশেষ দল জলপাইগুড়ি (Jalpaiguri) গেছে।
বাজার করতে আসা খদ্দেরদের অভিযোগ, পকেট ফাঁকা হয়ে গেলেও বাজারের ব্যাগ ভরছে না। পুলিশ বাজারে হানা দিলে সাময়িক দাম কমে, তারপর আবার যে কে সেই। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা থেকে জলপাইগুড়ি পৌঁছেছিল স্টেট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ দল।
বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে অগ্নিমূল্য নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। এমনকি দাম নিয়ন্ত্রণের জন্য গঠিত বিশেষ দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ক্রেতারা। এমন পরিস্থিতিতেই বাজারগুলোতে স্পেশাল ব্রাঞ্চ ও ইবি অফিসারদের হানা।
রবিবার সকালে জলপাইগুড়ির বাজারগুলিতে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে যৌথ অভিযানে নামেন কলকাতা থেকে আগত স্টেট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডেপুটি সুপারিনটেডেন্ট আশিস পালিত ও তাঁর টিম।
এদিন তাঁরা জলপাইগুড়ির পাইকারি ও খুচরো উভয় বাজারে দ্রব্যমূল্যর পরিস্থিতি খতিয়ে দেখবার পাশাপাশি সাধারণ ক্রেতা ও বিক্রেতা উভয়ের সঙ্গেই কথা বলেন। সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
এদিন জলপাইগুড়ি দিন বাজারে বাজার করতে এসেছিলেন বাবুসোনা ঘোষ, নিখিল সুত্রধরেরা। তাঁদের অভিযোগ, সবজি থেকে ভোজ্য তেল সবকিছুই অগ্নিমূল্য হয়ে গেছে। গত দু’বছরে দাম দ্বিগুনের বেশি বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশ যখন এসে দাম নিয়ে জিজ্ঞাসাবাদ করে তখন দাম কমে যায়। আর পুলিশ যেতেই দাম বেড়ে যায়। ফলে পকেটের টাকা শেষ হয়ে যায় কিন্তু বাজারের ব্যাগ ভরেনা।
ঘটনায় স্টেট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডেপুটি সুপারিনটেডেন্ট আশিস পালিত বলেন, ‘আমরা আজ ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযানে নেমেছি। পরিস্থিতি খতিয়ে দেখলাম। দাম মোটামুটি নিয়ন্ত্রণেই আছে। এমনকি সাধারন মানুষের সঙ্গেও কথা বললাম।’ তিনি আরও জানান, সাধারণ মানুষেরা যেই সমস্ত অভিযোগ করেন সেসব মাথায় রেখেই আগামী পদক্ষেপ নেওয়া হবে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে