ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

উসাইন বোল্টের অ্যাকাউন্ট থেকে মিলিয়ন ডলার উধাও


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম

উসাইন বোল্টের অ্যাকাউন্ট থেকে মিলিয়ন ডলার উধাও

 উসাইন বোল্টের অ্যাকাউন্ট থেকে মিলিয়ন ডলার উধাও

: স্প্রিন্ট ইতিহাসের জীবন্ত কিংবদন্তি জ্যামাইকার উসাইন বোল্ট। বিশ্বের অন্যতম ধনী অ্যাথলিটদের মধ্যে একজন তিনি। সেই উসাইন বোল্টের অ্যাকাউন্ট থেকেই  মিলিয়ন জ্যামাইকান ডলার উধাও।

আটবারের অলিম্পিক স্বর্ণজয়ী এই অ্যাথলেট যখন ট্র্যাকে নামতেন মুহূর্তের জন্য থমকে যেত গোটা বিশ্ব। সর্বদা শিরোনামে থাকতো তার সাফল্য। তাকেই বিভিন্ন সময় আলোচনায় দেখা যাচ্ছে।  অনেকদিন ধরেই রাজধানী কিংস্টন ভিত্তিক একটি প্রাইভেট ম্যানেজমেন্ট কোম্পানির স্টক অ্যান্ড সিকিউরিটি লিমিটেডে বিনিয়োগ করে আসছেন তিনি।

বোল্টের ম্যানেজার নুগেন্ট ওয়ালকার স্থানীয় সংবাদ মাধ্যম গ্লেনারকে জানিয়েছেন, কয়েক দশক ধরেই কোম্পানিটির সঙ্গে আছেন তিনি। গত বুধবার অ্যাকাউন্ট চেক করতে গিয়ে বোল্টের চোখ ছানাবড়া।

এরপরই তিনি প্রশাসনের দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ কোম্পানিটির অতীতের সকল রেকর্ড পর্যালোচনা শুরু করেছে। ৩৬ বছর বয়সী বোল্ট ২০১৭ সালে অবসরের আগপর্যন্ত  ট্র্যাক অ্যান্ড ফিল্ড মাতিয়েছেন। বোল্টের ম্যানেজার আরও জানিয়েছেন, ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা চলছে। প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে। ঠিক কত অঙ্কের অর্থ উধাও হয়েছে, তদন্তের স্বার্থেই সেটি প্রকাশ করা হয়নি।

নুগেন্ট বলেন, উসাইন ১০ বছরের বেশি সময় ধরে মাথা উঁচু করেই জীবনযাপন করছেন। ওর পুরো পোর্টফোলিও দেখা হচ্ছে। তবে গ্লেনারের ওই সংবাদে উধাও অর্থের পরিমাণ মিলিয়ন মিলিয়ন জ্যামাইকান ডলার বলে উল্লেখ করা হয়েছে।

এনবিএস/ওডে/সি