ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

মারিওপোল অবরুদ্ধ কারখানা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে জাতিসংঘ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০২ মে, ২০২২, ০৩:০৫ পিএম

মারিওপোল অবরুদ্ধ কারখানা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে জাতিসংঘ

মারিওপোল অবরুদ্ধ কারখানা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে জাতিসংঘ

জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস ইউক্রেনের যুদ্ধের সবচেয়ে ধ্বংসাত্মক অবরোধের স্থান মারিওপোলের থেকে বেসামরিক নাগরিকদের বের করার জন্য রাশিয়ার সঙ্গে একটি মধ্যস্থতা চুক্তি করে। এর পরই পরে, পূর্ব ইউক্রেনীয় শহর মারিউপোলের অবরুদ্ধ ইস্পাত কারখানা থেকে প্রায় ১০০ বেসামরিক লোককে সরিয়ে নিয়েছে জাতিসংঘ। 

ভলোদিমির জেলেনস্কি রবিবার টুইট করেছেন, ১০০ জনের একটি দল সোমবার ইউক্রেনের নিয়ন্ত্রিত শহর জাপোরিঝিয়ায় পৌঁছাবে। ইউক্রেন আজভস্টাল স্টিল প্ল্যান্ট থেকে অন্য বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে জাতিসংঘের সঙ্গে কাজ করছেন তিনি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজভস্টাল প্ল্যান্ট থেকে ৮০ জন বেসামরিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। জাতিসংঘ মারিউপোল থেকে কতজন বেসামরিক নাগরিককে পরিবহন করছে তা জানায়নি এবং কেন উভয় পক্ষ ভিন্ন পরিসংখ্যান দিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।