ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

দিদির সুরক্ষা কবচ কর্মসূচি’তে বিজেপি নেতাকে চড় তৃণমূল কর্মীর, ক্ষমা চাইলেন মন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৩, ০৭:০১ পিএম

দিদির সুরক্ষা কবচ কর্মসূচি’তে বিজেপি নেতাকে চড় তৃণমূল কর্মীর, ক্ষমা চাইলেন মন্ত্রী

দিদির সুরক্ষা কবচ কর্মসূচি’তে বিজেপি নেতাকে চড় তৃণমূল কর্মীর, ক্ষমা চাইলেন মন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের দত্তপুকুরের রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের ‘দিদির সুরক্ষা কবচ কর্মসূচি’তে অভিযোগ জানাতে গিয়ে স্থানীয় তৃণমূল কর্মী চড় মেরেছেন সাগর বিশ্বাস নামে এক স্থানীয় বিজেপি নেতাকে।

আজ (শনিবার) সাগরের আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর ওই ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে আক্রান্ত ব্যক্তি নীলগঞ্জ খিলকাপুর বিজেপির মণ্ডল সভাপতি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। যে হাত দিয়ে ওকে চড় মেরেছে, সেই হাত দিয়ে পায়ে ধরে ক্ষমা চাওয়াব।’     

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, ‘অগণতান্ত্রিক একটি দল। এ রাজ্যে গণতন্ত্রের জায়গা নেই। তাই  এ ধরনের ঘটনা ঘটতে পারে।’ 

সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা শুনতে দলনেত্রীর নির্দেশে ‘দিদির সুরক্ষা কবচ কর্মসূচি’ শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে। আজ (শনিবার) সকালে সেই  কর্মসূচিতে ‘দিদির দূত’ হয়ে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকার  ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় যান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। গ্রামের রাস্তা, পানীয় জল এবং আবাস যোজনায় ঘর পাওয়ার সমস্যা নিয়ে গ্রামবাসীদের অনুযোগ-অভিযোগের কথা শুনছিলেন মন্ত্রী রথীন ঘোষ। এসময়ে নিজেদের দাবি তুলে ধরতে সেখানে উপস্থিত হলে আচমকা সাগর বিশ্বাসের উপর  চড়াও হন স্থানীয় এক তৃণমূল কর্মী। প্রকাশ্যে চড় মেরে ধাক্কা দিতে দিতে সরিয়ে দেওয়া হয় তাকে।    

এ সম্পর্কে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘ব্যক্তিগত গণ্ডগোলে আমি মাথা গলাব না। ওদের ক্লাবের কী গণ্ডগোল রয়েছে, তা আমি জানি না। চড় মারতেও আমি দেখিনি। যদি এটা হয়ে থাকে তা হলে সেটা ঠিক হয়নি।’  মন্ত্রী পরে আক্রান্ত ব্যক্তির সঙ্গে দেখা করে তার হাত ধরে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। 
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে