এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৩, ০১:০১ পিএম
মেসির পিএসজির বিরুদ্ধে আর নাসরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো
মোটা অঙ্কের বেতনে পর্তুগাল সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এখন সৌদি আরবের আল নাসর ক্লাবের খেলোয়াড়। তিনি প্রথমবার মাঠে নামবেন আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসি-নেইমারের দল পিএসজির বিরুদ্ধে। রোনালদো এদিন শুধু খেলবেনই না, পালন করবেন অধিনায়কত্বের গুরুদায়িত্ব।
কাতার ও সৌদি আরব ভ্রমণে আসছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার আল হিলাল ও আল নাস্র সম্মিলিত দল খেলবে পিএসজির বিপক্ষে। ওই ম্যাচে আল হিলাল ও আল নাস্র সম্মিলিত দলের অধিনায়কের ভূমিকায় থাকবেন রোনালদো। তাকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে।
মেসি, রোনালদো, নেইমার ও এমবাপ্পেদের খেলা দেখতে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। ৬৮ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে এই ম্যাচটি দেখতে ২০ লাখের বেশি টিকিটের আবেদন পড়েছে।
এনবিএস/ওডে/সি