এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৩, ০৪:০১ পিএম
ব্রেভিস দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়ার্নার হতে চান
বয়সভিত্তিক পর্যায়ে সামর্থ্যের প্রমাণ দিয়ে সাউথ আফ্রিকা জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন ডেওয়াল্ড ব্রেভিস। মাঝে আইপিএলসহ নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও আলো ছড়িয়েছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এই তরুণকে শুধু সীমিত ওভারের ক্রিকেটে বেঁধে রাখতে চান না সাউথ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর এনোচ এনকোয়ে। তিন ফরম্যাটের জন্য ব্রেভিসকে প্রস্তুত করার পরিকল্পনা সাজিয়েছেন তিনি।
বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে বিশ্বমঞ্চে পরিচিত পান ব্রেভিস। যুব বিশ্বকাপে দারুণ খেলে ডাক পান আইপিএলেও। এছাড়া নিজ দেশের টি-টোয়েন্টি লিগেও ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য পরিচিতি রয়েছে বেবি এবির। গেল বছর অক্টোবরে ঘরোয়া লিগে ৫৭ বলে খেলেছিলেন ১৬২ রানের চোখ জুড়ানো এক ইনিংস।
এখন পর্যন্ত শুধু সীমিত ওভারের ক্রিকেট খেললেও ব্রেভিসকে লাল বলের ক্রিকেটেও দেখতে চান এনকোয়ে। সে জন্য ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে অস্ট্রেলিয়া যে পথ অনুসরণ করেছিল, ক্রিকেট সাউথ আফ্রিকাও সে পথ অনুসরণের চিন্তায় আছে বলে জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে পা দেয়ার পূর্বে ওয়ার্নার মাত্র ২০টি সীমিত ওভারের ম্যাচ খেলেছিলেন। এছাড়া লাল বলে মাত্র ১১ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে টেস্ট অভিষেক হয়েছিল তার। আর এই ওয়ার্নারই সম্প্রতি সাউথ আফ্রিকার বিপক্ষে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন। কিন্তু ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন শুধু সীমিত ওভারের একজন ক্রিকেটার।
এনবিএস/ওডে/সি