ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

দুই বছর পর খুললো নিউজিল্যান্ডের সীমান্ত, ভ্রমণ করতে পারবেন ৬০টির বেশি দেশের নাগরিক


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০২ মে, ২০২২, ০৩:০৫ পিএম

দুই বছর পর খুললো নিউজিল্যান্ডের সীমান্ত, ভ্রমণ করতে পারবেন ৬০টির বেশি দেশের নাগরিক

দুই বছর পর খুললো নিউজিল্যান্ডের সীমান্ত, ভ্রমণ করতে পারবেন ৬০টির বেশি দেশের নাগরিক

যেসব দেশের নাগরিকদের কোভিডের টিকা নেওয়ার পর পজিটিভ না হলে তারা দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের এক নাগরিক বলেন, আমি আমার সঙ্গীর সাথে থাকতে চাই। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অপেক্ষা করছি, কবে ভিসার জন্য আবেদন করতে পারবো। যুক্তরাজ্যের নাগরিক গার্থ হ্যালিডে বলেন, গত ৩০ বছর যাবত নিউজিল্যান্ডে বসবাস করছি। আমি, আমার স্ত্রী ১৮ বছর বয়সী নাতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছি। 

এয়ার নিউজিল্যান্ডের একজন মুখপাত্র বলেছেন, সোমবার প্রথম ফ্লাইটে ভ্রমণকারিদের পাশাপাশি দেশের নাগরিকরাও ছিলেন। তিনি আরো বলেন, আন্তর্জাতিক পর্যটকরা আবারও আমাদের দেশে আসতে পারবে এটা খুবই  ভালো খবর । 

নিউজিল্যান্ডের অর্থনীতি আন্তর্জাতিক পর্যটকাদের উপর অনেকটাই নির্ভরশীল। ২০২০ সালের মার্চ মাসে নিউজিল্যান্ডের সরকার আন্তর্জাতিক পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়েছিলো। ৫০ লাখ মানুষের বসবাস নিউজিল্যান্ডে। দেশটিতে কোভিডে মারা গেছেন ৭১৩ জন।