ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৯ পৌষ ১৪৩১
Logo
logo

সিআইএ’র সিইও নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০২ মে, ২০২২, ০৩:০৫ পিএম

সিআইএ’র সিইও নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত

সিআইএ’র সিইও নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত

ভারতীয়-আমেরিকান সিলিকন ভ্যালি আইটি বিশেষজ্ঞ নন্দ মুলচান্দানি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ-এর সিইও নিযুক্ত হয়েছেন। রোববার সিআইএ’র ডিরেক্টর উইলিয়াম জে বার্নস এ ঘোষণা দেন। সিআইএ’র মতে, মুলচান্দানি সিলিকন ভ্যালিতে ২৫ বছরেরও বেশি কাজ করেছেন। তার সেই দক্ষতাকে কাজে লাগাতেই তাকে সিআইএ’র চিফ এক্সিকিউটিভ করা হয়েছে। 

নিয়োগ সম্পর্কে মুলচান্দানি বলেন, আমি সিআইএ’র ওই পদে যোগ দিতে পেরে সম্মানিত। এজেন্সির সব অসাধারণ প্রযুক্তিবিদ এবং এলাকা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে আছি। যারা ইতিমধ্যেই বিশ্বমানের বুদ্ধিমত্তা এবং সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছেন, একটি সম্পূর্ণ জ্ঞান তৈরিতে সহায়তা করার জন্য কৌশল তৈরি করেছেন, তাদের সঙ্গে কাজ করব। এটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে। আশা করি সবার সঙ্গে একটা ভালো কাজ উপহার দিতে পারব।