ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

নারী আইস হকিতে ভাইস চ্যাম্পিয়ন ইরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ পিএম

নারী আইস হকিতে ভাইস চ্যাম্পিয়ন ইরান

 নারী আইস হকিতে ভাইস চ্যাম্পিয়ন ইরান

 ইরানের পুরুষ আইস হকি দলের পর মঙ্গলবার রুশ ফেডারেশনের তাতারস্তানে ইসলামি দেশগুলোর আইস হকি চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে রানার-আপ হয়েছে ইরান।

রুশ ফেডারেশনের কাজানে ইসলামিক কান্ট্রিজ আইস হকি চ্যাম্পিয়নশিপে ইরানের নারী জাতীয় আইস হকি দল পেনাল্টি শুটআউটে আয়োজক দল তাতারস্তানের কাছে পরাজিত হয়।

ইরানের পুরুষ দলও রানার্স-আপ হয়েছে। অন্যদিকে, পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এনবিএস/ওডে/সি