এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ মে, ২০২২, ০৩:০৫ পিএম
৯৯ বা ১০০ ব্যাপার না, ম্যাচ জিতেছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: ঋতুরাজ গায়কোয়াড়
আইপিএলে রবিবার (১ এপ্রিল) রাতের ম্যাচে হায়দরাবাদকে ১৩ রানে হারায় চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে উদ্বোধনী জুটিতে ১৮২ রান তোলে চেন্নাইয়ের ওপেনাররা। ৫৭ বলে খেলা রুতুরাজের সেঞ্চুরি মিসের ইনিংসটিতে ছিল ছয়টি চার ও ছয়টি ছয়ের মার।
এছাড়া ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। তার ইনিংসে ছিল আটটি চার, চারটি ছক্কার মার। এই দুটি ইনিংসই মূলত চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দেয়। ম্যাচ শেষে গায়কোয়াড় জানালেন, সেঞ্চুরি মিস করার জন্য খারাপ লাগলেও দলের জয়ে অবদান রেখেই আনন্দিত তিনি।
তিনি বলেন, ৯৯ রানে আউট হয়ে যাওয়াটা অবশ্যই অনেক হতাশার। তবে আমি খুশি, কেননা আমি মোমেন্টাম ফিরে পেয়েছি। ডেভনের কাছ থেকে চাপও সরিয়ে নিতে পেরেছি। ঘরের মাঠে বড় সংগ্রহ করতে পারা অবশ্যই দারুণ ব্যাপার।