ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

জীবনটা নরক বানিয়ে দিলো সুকেশ: জ্যাকুলিন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম

জীবনটা নরক বানিয়ে দিলো সুকেশ: জ্যাকুলিন

 জীবনটা নরক বানিয়ে দিলো সুকেশ: জ্যাকুলিন

 ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত জ্যাকুলিন ফার্নান্দেজ। এবার সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে আদালতে বিস্ফোরক তথ্য দিলেন এই অভিনেত্রী। তদন্তের জন্য গত বছর একাধিক বার আদালতে হাজির হয়েছেন। তিনি সেই সময় জবানবন্দি দেন।

জ্যাকুলিন বলেন, আমার আবেগের সঙ্গে খেলা করেছে, আমার জীবন নরক করে দিয়েছে। পিঙ্কি ইরানি নামক এক মহিলার মাধ্যমে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। পিঙ্কি আমার মেকআপ আর্টিস্টকে বোঝান যে, সুকেশ এক জন গুরুত্বপূর্ণ সরকারি আমলা, নিজেকে সান টিভির মালিক ও জয়ললিতার আত্মীয় বলে পরিচয় দিয়েছিল সুকেশ। বলেছিল সে আমার অনুরাগী, এবং আমরা দক্ষিণী ছবিতে কাজ করা উচিত।

জ্যাকুলিন আরও জানান, তার সঙ্গে দিনে প্রায় তিন বার ভিডিয়ো কলে কথা বলত সুকেশ। আরও বলেন,নিজেকে ‘শেখর’ বলে পরিচয় দিয়েছিল সে, ওর অপরাধমূলক কাজকর্ম জানতে পারার পর আমি জানতে পারি ওর আসল নাম সুকেশ।

তবে সময়ে সময়ে সুকেশের ব্যক্তিগত বিমান ব্যবহার করার কথা জবানবন্দিতে স্বীকার করে জ্যাকলিন, কেরলে ঘোরার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়েছিল সুকেশ, চেন্নাইয়ে দু’বার ওর প্রাইভেট জেট ব্যবহার করেছিলাম।

শুধু সুকেশের বিরুদ্ধে নয়, পিঙ্কি ইরানির বিরুদ্ধে অভিযোগ করেছেন জ্যাকলিন। অভিনেত্রীর কথায়, পিঙ্কি প্রথম থেকেই সুকেশের পরিকল্পনা জানত, আমার সঙ্গে ছলনা করাই ওর উদ্দেশ্য ছিল।

আদালতের জবানবন্দিতে জ্যাকুলিন দাবি করেন, ২০২১ সালের ৮ অগাস্ট শেষ বার সুকেশের সঙ্গে কথা হয় তার। এরপরে আর তার সঙ্গে যোগাযোগ করেনি সুকেশ। তার পরেই জ্যাকুলিন জানতে পারেন, প্রতারণা কাণ্ডে ও গ্রেপ্তার হয়েছেন সুকেশ চন্দ্রশেখর।

এনবিএস/ওডে/সি