এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৩, ০৮:০১ পিএম
অন্য মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় অভিনেতা, হাতেনাতে ধরলেন হবু-স্ত্রী
সুরভী সান্যাল আর সুমন দে ছোট পর্দার পরিচিত মুখ। ‘তুমি যে আমার মা’, ‘নকশিকাঁথা’ ধারাবাহিকে অভিনয় করে তারকাখ্যাতি লাভ করেন এই অভিনেতা সুমন। এই অভিনেতার সাথে অভিনেত্রী সুরভীর এক বছর ধরে প্রেম। সম্পর্কে থাকায় পারিবারিকভাবে বিয়ের কথা চূড়ান্ত হওয়ার পরেই যেন বিপত্তি ঘটে!
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনকে সুরভী সান্যাল বলেন, ‘প্রায় এক মাস হয়ে গেল আমার সঙ্গে সুমনের কোনও যোগাযোগ নেই। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিনে ওর ফ্ল্যাটে হাতেনাতে অন্য মহিলার সঙ্গে ধরি সুমনকে। তার পর আর আমার বলার ভাষা ছিল না। আমি ভাবতেই পারছি না ও এই ভাবে চিট করল। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে নিজেদের সম্পর্কের কথা, বিয়ের কথা ঘোষণা করেছিলাম। মধ্যবিত্ত পরিবার আমাদের। রাস্তাঘাটে মা-বাবাকে কথা শুনতে হচ্ছে। সেটা ভেবেই খারাপ লাগছে।’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উঠে আসে, ফ্ল্যাটে এই অভিনেতাকে অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন হবু স্ত্রী সুরভী। তার পর সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
শিলিগুড়িতেই বাড়ি তাদের দু’জনের। কোনও এক পুজোর সময় তাদের দেখা হয়েছিল। সুমনের ঠাকুমা মারা যাওয়ায় তাদের বিয়ে পিছিয়ে যায়। পরিকল্পনা ছিল ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪ সালের শুরুতেই বিয়েটা সেরে ফেলবেন তারা। কিন্তু সব কিছু ঘেঁটে গিয়েছে।
অভিনেত্রী জানান, এর আগেও ঝগড়া হয়েছে তাদের। ঝগড়ার পর বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সুমন। আবার পরে সব মিটমাট হয়ে একসঙ্গে সুখের সংসারের স্বপ্ন এঁকেছেন তারা।
এদিকে গত কয়েক দিন ধরে সোশ্যালে দুঃখের পোস্ট শেয়ার করছেন অভিনেত্রী। ভালোবাসার এই পরিণতি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।
এনবিএস/ওডে/সি