এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৩, ০৮:০১ পিএম
প্রথমদিনেই ১৭ টি হলে মুক্তি পেল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’
শিশুতোষ সিনেমাটিতে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পরীমণি। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। শুক্রবার দেশের ১৭ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা।
সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত পরীমণি। তিনি বলেন, একঝাঁক ছোট্ট পাখি সিনেমা হলে আসবে। আমিও আমার ছোট্ট পাখিটাকে নিয়ে যাবো। দেখা হবে সিনেমা হলে।
আপনারা সবাই আপনাদের ছোট্ট পাখিদের নিয়ে আসবেন। সিয়াম আহমেদের বলেন, আমাদের দেশে শিশু-কিশোরদের জন্য হাতে গোনা কয়েকটা কাজ হয়। পরিবার নিয়ে বের হলে দিনের শেষে ওই এক খাবার দোকান! আপনার পুরো ফ্যামিলিকে এন্টারটেইমেন্ট দিতে আমরা আসছি এই শুক্রবার।
সিয়াম-পরী ছাড়াও আছেন আবু হুরায়রা তানভীর, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশু।
এনবিএস/ওডে/সি