ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেন যুদ্ধে মার্কিন সহায়তা নিয়ে জনগণের মনোভাবে পরিবর্তন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম

ইউক্রেন যুদ্ধে মার্কিন সহায়তা নিয়ে জনগণের মনোভাবে পরিবর্তন

ইউক্রেন যুদ্ধে মার্কিন সহায়তা নিয়ে জনগণের মনোভাবে পরিবর্তন

ইউক্রেন যুদ্ধে আমেরিকার সহায়তা নিয়ে দেশটির জনগণের মনোভাবে বিরাট পরিবর্তন এসেছে। শতকরা ৩৩ ভাগ মানুষ মনে করছে, ইউক্রেন যুদ্ধে মার্কিন সরকার এ পর্যন্ত অনেক বেশি সহায়তা দিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে যখন রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে তখন মাত্র শতকরা ৭ ভাগ মার্কিন নাগরিক এমন মনোভাবের কথা জানিয়েছিল।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই জরিপ চালানো হয়েছে। এতে দেখা যাচ্ছে- প্রতি তিনজন মার্কিন নাগরিকের মধ্যে একজন ইউক্রেনকে সহায়তা দেয়ার বিষয়ে এক রকমের উষ্মা প্রকাশ করছে।

জরিপে অংশ নেয়া লোকজনের মধ্যে শতকরা ২১ ভাগ মনে করে- ইউক্রেনের জন্য মার্কিন সরকার সামান্য কিছু করছে আর শতকরা ৩৮ ভাগ মনে করে সহায়তার পরিমাণ ঠিক আছে।

জানুয়ারির ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত ১৬৫৯ জন প্রাপ্ত বয়স্ক মার্কিন নাগরিকের  ওপর এই জরিপ চালানো হয়। এর মধ্যে শতকরা ৪৪ ভাগ মনে করে, প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে ইউক্রেন ইস্যু সামলাচ্ছেন তা ঠিক আছে।

তবে শতকরা ৪৭ ভাগ ভিন্নমত পোষণ করে। আর রিপাবলিকান সমর্থকদের শতকরা ৭৩ ভাগ বাইডেনের কর্মকাণ্ড সমর্থন করছে না।
 খবর পার্সটুডে/ এনবিএস/২০২৩/একে