ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

পদ্মশ্রী পুরস্কার পেলেন রাভিনা ট্যান্ডন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৩, ০৬:০১ পিএম

পদ্মশ্রী পুরস্কার পেলেন রাভিনা ট্যান্ডন

 পদ্মশ্রী পুরস্কার পেলেন রাভিনা ট্যান্ডন

ভারতের প্রজাতন্ত্র দিবসের আগেরদিন রাতে ঘোষণা হয় পদ্ম সম্মান প্রাপ্তদের তালিকা। আর সেই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।

১৯৭৪ সালে মুম্বাইয়ে জন্ম অভিনেত্রীর। বলিউড ছাড়াও তেলেগু, তামিল, কন্নড় ও বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ‘পাত্থর কে ফুল’ (১৯৯১) ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন, এবং এই ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান। নব্বইয়ের দশকে তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক ভাবে সফল চলচিত্রে অভিনয় করেন। যার মধ্যে রয়েছে ‘দিলওয়ালে’ (১৯৯৪), ‘মোহরা’ (১৯৯৪), ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ (১৯৯৬) এবং ‘জিদ্দি’ (১৯৯৭) ।

বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিতেও কাজ করেছেন তিনি। ২০০১ সালে তিনি কল্পনা লাজমি পরিচালিত ‘দমন’ ছবিতে একজন নির্যাতনকারীর স্ত্রীর চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। সমালোচক ও দর্শক এই চলচ্চিত্রে তাঁর কাজে বিস্মিত হন এবং প্রশংসা করেন।

এর পর থেকেই বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্য ধরনের ছবিতে কাজ করে গিয়েছেন তিনি। কাজ করছেন ওয়েব সিরিজেও।

এনবিএস/ওডে/সি