ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ | ১৮ চৈত্র ১৪৩১
Logo
logo

৭ ও ৮ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৪ মে, ২০২২, ০৬:০৫ পিএম

৭ ও ৮ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

৭ ও ৮ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদের ছুটি শেষে যারা ঢাকায় ফিরবেন, তাদের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আগেই। যে স্টেশন থেকে যাত্রা সেই স্টেশন থেকেই শুরু হয়েছে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি। 

আজ বুধবার (৪ মে) দেওয়া হচ্ছে সকাল ৮ টা থেকে ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি হচ্ছে। বুধবার প্রথম দিন সকালে টিকিটের জন্য দীর্ঘ লাইনের খবর আসেনি দেশের কোথাও থেকে।  

এদিকে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, ১ মে থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়।

তবে যারা ঈদে রাজধানী ছেড়ে গ্রামে ফিরে গেছেন, তারা যে স্টেশন থেকে যাত্রা ঢাকায় ফিরবেন সেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট সংগ্রহ করবেন বলে তিনি জানান। পাশাপাশি অনলাইনেও টিকিট কাটা যাচ্ছে।