এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৩, ০১:০১ পিএম
রাশিয়া অংশ নিলে গ্রীষ্মকালীন অলিম্পিক বর্জনের হুমকি ইউক্রেনের
২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা অংশ নিলে ইউক্রেন অলিম্পিক বর্জনের হুমকি দিয়েছে। এই অলিম্পিক প্যারিসে অনুষ্ঠিত হবে।
ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গুতাসেয়িত বলেন, ইউক্রেনে যতদিন যুদ্ধ থাকবে, রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের ততদিন আন্তর্জাতিক প্রতিযোগি হওয়া উচিত না।
রাশিয়ার অন্যতম প্রধান মিত্র বেলারুশ। ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ করতে রাশিয়া বেলারুশের মাটি ব্যবহার করেছে।
সম্প্রতি অলিম্পিক কমিটি ‘নিরপেক্ষভাবে’ রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের অলিম্পিকে অংশ নেওয়ার পথ খোঁজার কথা জানিয়েছে। এমন সময় ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গুতাসেয়িত এই মন্তব্য করলেন। এক ফেসবুক পোস্টে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী লেখেন, ‘আমাদের কথা না শোনা হলে অলিম্পিক বয়কট করার বিষয় বিবেচনা করব।’
এর আগে ২০২২ সালের মার্চে বেজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন প্যারা অলিম্পিকে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলেটদের নিষিদ্ধ করা হয়।
এনবিএস/ওডে/সি