এনবিএস গোলাম মোস্তাফিজার রহমান মিলনওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৩, ০৫:০১ পিএম
হিলিতে অবৈধ স’মিল পরিচালনার দায়ে দুই স’মিল মালিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
দিনাজপুরের হিলিতে অবৈধ স’মিল পরিচালনার দায়ে দুই স’মিল মালিকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকেলে উপজেলার ছাতনী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর-এ আলম এই অর্থদন্ড প্রদান করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম বলেন, অবৈধ ভাবে স’মিল পরিচালনা করার দায়ে স’মিল মালিক মো: নজরুল ইসলামকে ১০ হাজার টাকা ও মো: সবুরকে ১০ হাজার টাকা অর্থন্ড প্রদান করা হয়। আরো দুজন স’মিল মালিককে সতর্ক করা হয়।