এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ মে, ২০২২, ০৬:০৫ পিএম
রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ইইউ সদস্যদের আগামী ছয় মাসের মধ্যে মধ্যে অপরিশোধিত তেল ও বছরের শেষ নাগাদ পরিশোধিত পণ্য আমদানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
উরসুলা ভন রাশিয়ার বৃহত্তম ব্যাংকে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফ ব্যাংকিংয়ের মধ্যেমে তেলের মূল্য পেমেন্ট করার বিষয়টি নিষিদ্ধ করার প্রস্তাব করেছিলেন।
ইইউ দেশগুলো এক সপ্তাহের আলোচনার পর পর্যায়ক্রমে তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়ে সম্মত হয়েছে। তবে হাঙ্গেরি সম্প্রতি তেল আমদানি নিষেদ্ধের বিষয়ে বিরোধিতা করেছে। স্লোভাকিয়াও হাঙ্গেরির সঙ্গে এক মত পোষণ করেছে।
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর অনেক পণ্যই সরবরাহে ধাক্কা খেয়েছে। ফলে ইউরোপের দেশগুলোতে মুদ্রস্ফীতি দেখা দিয়েছে। এই জন্য বছরের শুরু থেকে দেশগুলোতে প্রায় ৮০ শতাংশ তেলের দাম বেড়েছে।
রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক। গত বছর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল আমদানি করেছে প্রায় ২৭ শতাংশ। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া ইতিমধ্যে রাশিয়ান তেল আমদানি নিষিদ্ধ করেছে।