ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

আবদুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৪ মে, ২০২২, ১০:০৫ পিএম

আবদুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

আবদুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

পবিত্র ঈদুল-ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন আব্দুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট।

আজ ১লা মে ২০২২ রোববার বিকেল ৫ টায় রাজধানীর উত্তরাধীন উত্তরা পাবলিক লাইব্রেরির হল রুমে অসহায় হত দরিদ্র পরিবারের শিশু কিশোরদের কাছে ঈদ সামগ্রী বিতরণ করার এই অনুষ্ঠান শুরু হয়। ছোট্ট শিশু আব্দুর রহিমের সুমধুর কন্ঠের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত লে: কর্ণেল ও সাবেক বিএনসিসির সাবেক পরিচালক মোঃ লুৎফুল কবির কুরানের উদ্ধৃতি দিয়ে বলেন, "এতিম অসহায়দের যদি কিছু দিতে অক্ষমও হও, তোমরা তাদের মাথায় অন্ততপক্ষে হাত বুলিয়ে দাও।" এছাড়াও তিনি তার বক্তব্যে দান সাদাকা করার জন্য সবার মাঝে উৎসাহ জোগান।

ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন আবদুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃআবদুল আউয়াল। তিনি তার বক্তব্যে বলেন, " আমি আমার জীবনের অবশিষ্ট অংশ গরীব অসহায় হতদরিদ্র পরিবারের উন্নয়নের জন্য কাটিয়ে দিতে চাই। "

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা প্রত্যেকেই অসহায় খেটে খাওয়া মানুষ ও অসহায় শিশু কিশোর থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষ সবার মাঝে সবাই ঈদকে ভাগাভাগি করে নেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হন।

দৈনিক উত্তরা নিউজের সম্পাদক ও উত্তরা পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ তারেকউজ্জামান খান এর সঞ্চালনায় উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিনিয়র সোসাইটির সেক্রেটারি জেনারেল মোঃ আবু বকর সিদ্দিক, ইউরেকা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফিরোজ, দি গ্রানাডা স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ হেমায়েত ফেরদাউস প্রমুখ।