ঢাকা, বুধবার, এপ্রিল ২, ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
Logo
logo

স্বামীকে ছাড়া প্রথম ঈদ, রুবেলের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস 


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৪ মে, ২০২২, ১০:০৫ পিএম

স্বামীকে ছাড়া প্রথম ঈদ, রুবেলের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস 

স্বামীকে ছাড়া প্রথম ঈদ, রুবেলের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস 

ক্রিকেটার মোশাররফ রুবেল ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জীবন যুদ্ধে। গত তিন বছর প্রতিটা দিন তার কেটেছে লড়াই করে। অবশেষে গত ১৯ এপ্রিল জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান ৪০ বছর বয়সে। এদিকে রুবেলকে ছাড়া স্ত্রী চৈতি ফারহানার প্রথম ঈদ এটি। রুবেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী চৈতি ফারহানা রুপা দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস। 

গত আট বছর ধরে যে মানুষটার চেহারা না দেখে ঈদ শুরু হয়নি, সেই মানুষটা আজ মাটির নিচে শুয়ে আছে। আমি তো তাকে একটা বারও দেখতে পারিনি। মহান আল্লাহ তালা, তাকে জান্নাত নসিব করুন তাকে শান্তি দেন।

২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে।