ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

রুশ-বিরোধী নিষেধাজ্ঞায় অংশ নিতে তুরস্ক ও আমিরাতের ওপর চাপ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম

রুশ-বিরোধী নিষেধাজ্ঞায় অংশ নিতে তুরস্ক ও আমিরাতের ওপর চাপ

রুশ-বিরোধী নিষেধাজ্ঞায় অংশ নিতে তুরস্ক ও আমিরাতের ওপর চাপ

রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে অংশ নেয়ার জন্য দেশ দুটির ওপর চাপ সৃষ্টি করেছে মার্কিন সরকার। ওয়াশিংটন বলছে, তুরস্ক এবং আরব আমিরাত যদি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলার চেষ্টা করে তাহলে তাদেরকে এখন শাস্তির মুখে পড়তে হবে।

রাশিয়ার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক যাতে সক্রিয়ভাবে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অংশ নেয় তা নিশ্চিত করার জন্য আমেরিকার অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা বিভাগের শীর্ষ কর্মকর্তা আগামী সপ্তাহে আঙ্কারা এবং আবুধাবি সফরে যাবেন। এই সফরে তিনি দেশ দুটিকে এ বার্তা দেবেন যে, তারা যদি মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলার চেষ্টা করে তাহলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে।
ব্রায়ান নেলসন নামে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও ফাইন্যান্সিয়াল গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি আগামী সপ্তাহে ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং তুর্কি সফর করবেন। আগামী রোববার থেকে শুক্রবার পর্যন্ত তার এই সফর অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি দেশ তিনটির সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় তিনি এই তিন দেশের কর্মকর্তাদের সতর্ক করবেন যে, এসব দেশ যদি নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করে তাহলে তারা আমেরিকার বাজারে প্রবেশাধিকার হারাবে।
আগে থেকেই মার্কিন কর্মকর্তারা বলে আসছেন যে, রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞা এড়ানোর সম্ভাব্য কেন্দ্রে পরিণত হচ্ছে তুরস্ক।


খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে