ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

অঙ্কুশকে ঘৃণাভরা মন্তব্য করলেন শুভশ্রী!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

অঙ্কুশকে ঘৃণাভরা মন্তব্য করলেন শুভশ্রী!

অঙ্কুশকে ঘৃণাভরা মন্তব্য করলেন শুভশ্রী!

অঙ্কুশের সারা মুখে লেগে আছে খাবার এমনই এক ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন শুভশ্রী।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরার বন্ধুত্ব অনেকটাই পুরনো। সিনেমার ফ্লোর থেকে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে তাদের সম্পর্ক দিনে দিনে আরও মজবুত হয়েছে। ক্যামেরার পিছনে তাদের কথোপকথন দেখলে তা বুঝা যায়। ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজন শুরু হয়ে গিয়েছে। সেই ফ্লোরে পাওয়াগেল আরও একঝলক।

শুটিংয়ের ব্যস্ততার মাঝেই দেখা গেল এক অন্যরকম দৃশ্য। সারা গালে চিজ মাখিয়ে খাবার খাচ্ছেন অঙ্কুশ। সেই ভিডিওই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করছেন শুভশ্রী।

নায়িকা অঙ্কুশকে বলছেন, ইস, এই ভাবে কেন খাচ্ছিস? এত নোংরা কেন তুই? অঙ্কুশকে এই ভাবে আগে হয়তো কখনও দেখেননি।

অঙ্কুশের উত্তর বলেন, তুই মুখটা মুছিয়ে দে না আমার। সত্যি হয়তো অঙ্কুশের মুখ মুছিয়ে দেননি নায়িকা, কিন্তু এই ভিডিও দেখলেই টের পাবেন, দু’জনের সম্পর্ক কতটা সহজ এবং বন্ধুত্বপূর্ণ।

এনবিএস/ওডে/সি