ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

একসঙ্গে হাজির তিন প্রজন্মের ৩৫ বলিউড তারকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

একসঙ্গে হাজির তিন প্রজন্মের ৩৫ বলিউড তারকা

 একসঙ্গে হাজির তিন প্রজন্মের ৩৫ বলিউড তারকা

প্রকাশ্যে এসেছে ‘দ্য রোমান্টিকস’-এর ট্রেলার। ৩১ জানুয়ারি ঘোষণা করা হয় ডকুমেন্টারি সিরিজের। ঘোষণার পর বুধবার (১ ফেব্রুয়ারি) ইউটিউবে প্রকাশিত হয় এই সিরিজের ট্রেলার। একই সিরিজে দেখা যাবে তিন প্রজন্মের তারকাদের।

এই ডকু সিরিজটি পরিচালনা করছেন স্মৃতি মুন্ডারা। ৪ ভাগে ভাগ করা হয়েছে এই ডকু সিরিজটি, যেখানে ফিল্মমেকার যশ চোপড়ার ছবি ও তার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ঐতিহ্য উদযাপন করা হবে। অমিতাভ বচ্চন থেকে রণবীর সিং, মাধুরী দীক্ষিত থেকে ভূমি পেডনেকর, একই সিরিজে দেখা যাবে তিন প্রজন্মের স্টারেদের। এমন কী এই সিরিজে বাবাকে নিয়ে কথা বলবেন পরিচালক প্রযোজক আদিত্য চোপড়াও।

আদিত্য বলেন, ‘হিন্দি সিনেমার থেকে বেশি আর কিছুই আমায় টানে না। যশজী একবার আমায় বলেছিলেন যে, আমাদের অস্থিত্বের একমাত্র কারণ সিনেমা।

আমির খান, শাহরুখ খান, সলমান খান, অমিতাভ বচ্চন থেকে শুরু করে রণবীর সিং, রণবীর কাপুর, হৃতিক রোশন, কাজল, মাধুরী দীক্ষিত, রানি মুখোপাধ্যায়, জুহি চাওলা, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা সহ ৩৫ জন স্টারকে দেখা যাবে এই ডকু সিরিজে। যশ চোপড়ার টানেই এবার একই সিরিজে তারকার হাট। ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে দেখা যাবে এই ডকু সিরিজ। ইতোমধ্যেই এই ট্রেলার ইউটিউবে দেখা হয়েছে গেছ ৮  লাখেরও বেশি। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাওয়াই ছিল যশরাজ ফিল্মসের উদ্দেশ্য।

আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালোবাসার দিনে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে রিলিজ করবে

এনবিএস/ওডে/সি