এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম
চিলিতে দাবানলে পুড়ে গেছে ৩৫ হাজার একর জমি, প্রাণহানি ১৩, জরুরি অবস্থা জারি
তীব্র তাপের ফলে সৃষ্ট ভয়াবহ এক দাবনলে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৩৫ হাজার একর বন পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে বায়বায়ো অঞ্চলে শুক্রবার সৃষ্ট দাবদাহে একজন ফায়ার সার্ভিস কর্মী সহ ১১ জনের প্রানহানির ঘটনা ঘটেছে। দেশটির কৃষি মন্ত্রী জানিয়েছেন দাবদাহের সময় দক্ষিণের লা এরাউস্যানিয়া অঞ্চলে ত্রাণকাজে ব্যাবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ আরো একজন মারা গেছেন।
বায়োবায়ো ও নুবলে এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী ক্যারলিনা তহা জানিয়েছেন, এসময় কয়েকশত বাড়ি-ঘর ভস্মীভূত হবার পাশাপাশি প্রায় ৩৯ এলাকায় আগুন লেগে যায়। এছাড়াও ঝুঁকিতে রয়েছে আরও প্রায় ২০ লাখ মানুষ। স্থানীয়দের দ্রুত নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। এদিকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে অনেকেই। এসময় তীব্র আগুনের কারণে হাইওয়েতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অঞ্চলটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে চিলি সরকার। সামনের দিনগুলোকেও তিনি খুব ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন।
মন্ত্রী জানান, এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল ও আরজেন্টিনা থেকে ৬৩টি সাহায্যকারী বিমান আনার কাজও শুরু করেছে। শুক্রবার চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক তার গ্রীষ্মকালীন অবকাশ বাতিল করে দুর্গত এলাকা পরিদর্শনে যান।এসময় তিনি বলেন, ‘ আমি প্রেসিডেন্ট হিসেবে পরিস্থিতি সামাল দিতে সবরকমের সহযোগিতা করে যাব। যাতে করে আমার দেশের মানুষ একাকীত্ব অনুভব না করেন। ‘ তবে এই আগুন লাগার বিষয়ে তিনি এটিকে ইচ্ছাকৃত ভাবে কেউ ঘটাতে পারে বলেও মন্তব্য করেন।
এনবিএস/ওডে/সি