ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৫ মে, ২০২২, ০৩:০৫ পিএম

সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের সাদিকুল ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া  উপজেলায়।

বুধবার (৪ মে) বিকালে টাঙ্গাইলের মধুপুর যাওয়ার পথে  দুর্ঘটনায় ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাদিকুলের বন্ধু পারভেজ মোশারফ জানায়, মোটরসাইকেল দিয়ে মধুপুর যাওয়ার সময় বিকাল ৪.৩০টার দিকে রাস্তার বিপরীত দিক থেকে আসা সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে সাদিক হার্ড ব্রেক করে। ব্রেক করার সাথে সাথে সে ছিটকে মোটরসাইকেল থেকে পড়ে যায়৷ এসময় রাস্তার পাশে থাকা পিলারের সাথে মাথায় ধাক্কা খেয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী বলেন, কিছুক্ষণ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদিকুল নামের এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ পেয়েছি৷ টাঙ্গাইলের মধুপুর যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এর বেশি কিছু জানা এখনো সম্ভব হয়নি।

এদিকে সাদিকুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহপাঠীদের মাঝে। ফেসবুকে সাদিকুলকে নিয়ে নানান আবেঘন পোস্ট দিচ্ছেন তারা।