ঢাকা, সোমবার, এপ্রিল ৭, ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Logo
logo

পরমাণু সতর্কতা সংকেত দিলেন মার্কিন স্ট্র্যাটেজিক ফোর্সের প্রধান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মে, ২০২২, ১২:০৫ পিএম

পরমাণু সতর্কতা সংকেত দিলেন মার্কিন স্ট্র্যাটেজিক ফোর্সের প্রধান

পরমাণু সতর্কতা সংকেত দিলেন মার্কিন স্ট্র্যাটেজিক ফোর্সের প্রধান

মার্কিন পরমাণু বাহিনীর প্রধান অ্যাডমিরাল চার্লস রিচার্ড কংগ্রেসের শুনানিতে সতর্ক সংকেত দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর পরমাণু হামলা মোকাবেলার ক্ষেত্রে সম্ভবত আমেরিকার পক্ষে ঘাটতি রয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে যখন মাঝেমধ্যেই পরমাণু হামলা সম্পর্কে হুঁশিয়ারি দেয়া হচ্ছে এবং চীনের কৌশলগত অস্ত্র বেড়ে চলেছে তখন তিনি এই সতর্ক সংকেত দিলেন। পরিস্থিতি মোকাবেলায় তিনি জরুরিভিত্তিতে মার্কিন পরমাণু অস্ত্রের উন্নয়ন ঘটানোর জন্য জো বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।  

বুধবার কংগ্রেসের শুনানিতে অ্যাডমিরাল চার্লস বলেন, এই মুহূর্তে দেশ যে সংকটের মুখে রয়েছে আমেরিকার ইতিহাসে তা খুব কমই দেখা গেছে। তিনি বলেন, “রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর ফলে যে সংকট দেখা দিয়েছে গত ৩০ বছরের মধ্যে তা আমাদের দেশ ও মিত্ররা কেউ দেখে নি।” তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন একইসাথে একটি সার্বভৌম জাতির বিরুদ্ধ আগ্রাসন চালিয়েছেন এবং আমেরিকা ও ন্যাটো বাহিনীকে মোকাবেলার জন্য পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন।

অ্যাডমিরাল চার্লস বলেন, চীনা নেতারা নিবিড়ভাবে ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছেন এবং এ সময়ের মধ্যে পরমাণু অস্ত্রের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেবেন। তাদের লক্ষ্য হচ্ছে ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে