এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম
পারভেজ মুশাররফকে দাফন করা হবে করাচি
দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ৭৯ বছর বয়সে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব) পারভেজ মোশাররফ মারা গেছেন। সোমবার তার মরদেহ পাকিস্তানে নিয়ে আসা হয়। তাকে করাচিতে দাফন করা হবে।
পারভেজ মোশাররফের মরদেহ পাকিস্তানের স্থানীয় সময় সকাল সাড়ে এগারটায় পাকিস্তান পৌঁছার কথা। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, তাতে বিলম্ব হতে পারে। বিকেলে একটি বিশেষ বিমানে তাকে নিয়ে আসার কথা রয়েছে।
আমিরাতে পাকিস্তানের দূতাবাস থেকে পারভেজ মোশাররফের মরদেহ দেশের আনার ব্যাপারে ইতোমধ্যেই অনাপত্তিপত্র ইস্যু করেছে। পরিবার চায় তা মরদেহ পাকিস্তান্ইে আনা হোক। তার মরদেহের সঙ্গে স্ত্রী সেহবা মুশাররফ, পুত্র বিলাল ও মেয়ে আয়লা থাকবেন।
তার মরদেহ রাখা হয়েছে স্থানীয় একটি হাসপাতালের শবাগারে। মৃত্যুর সময় তিনি আমেরিকান হাসপাতাল দুবাইতে এমিলয়ডোসিস রোগের চিকিৎসায় ছিলেন। মরদেহ পাকিস্তানে ফিরিয়ে আনার জন্য তার পরিবারের পক্ষ থেকে দূতাবাসে আবেদন জানানো হয়েছে।
তার পারিবারিক সূত্র জানিয়েছে, পারভেজ মোশাররফকে করাচি গোরস্থানে দাফন করা হবে। উল্লেখ করার বিষয় হলো, তার মাকে দাফন করা হয়েছে দুবাইতে এবং তার বাবাকে দাফন করা হয়েছে করাচিতে। কূটনৈতিক কর্মকর্তারা বলেছেন, তার পাসপোর্ট অনেক আগেই বাতিল হয়েছে। একটি বিশেষ বিমানে তার মরদেহ নিয়ে রাওয়ালপিন্ডি বিমানবন্দরে।
এনবিএস/ওডে/সি