ঢাকা, সোমবার, এপ্রিল ৭, ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Logo
logo

করোনা আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ মে, ২০২২, ১২:০৫ পিএম

করোনা আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

করোনা আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল (বুধবার) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার কথা জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, ব্লিংকেন করোনা পজিটিভ হলেও তার দেহে বড় কোনো লক্ষণ নেই; সামান্য কিছু লক্ষণ দেখা যাচ্ছে। অফিসে না ফেরা পর্যন্ত তিনি বাসা থেকেই সরকারি দায়িত্ব পালন করবেন।    

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ব্লিংকেন এর আগেই করোনার সব টিকা নিয়েছেন। ফলে তার দেহে খুব সামান্যই লক্ষণ দেখা যাচ্ছে। করোনার বিপদ থেকে নিজেদেরকে রক্ষার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সব আমেরিকানকে করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন নেড প্রাইস।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ গতকাল সকালে ওয়াশিংটনে সুইডেনের পরররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডের সঙ্গে বৈঠকে করেছেন। তার আগের দিন তিনি মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবরার্দের সঙ্গে বৈঠক করেন। এছাড়া, মার্কিন বার্ষিক ভোজ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।

তবে প্রেসিডেন্ট জো বা‌ইডেনের সঙ্গে ব্লিনকেনের বেশ কয়েকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় নি বলে জানান নেড প্রাইস। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস করোনা আক্রান্ত হন তবে তিনি এরইমধ্যে নেগেটিভ হয়েছেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে