এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম
কাপড় শুকানোর ক্লিপকেই পোশাক বানালেন উড়ফি
বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী উড়ফি জাভেদ। ক্যারিয়ারে কাজের সংখ্যা নেই বললেই চলে, তবে তাকে নিয়ে চর্চার কমতি নেই। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ইস্যু নিয়ে সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। বিশেষ করে খোলামেলা পোশাক পরিচ্ছদ ও অযাচিত মন্তব্যের মাধ্যমেই চর্চার জন্ম দেন এই মডেল।
উড়ফি হাতের কাছে যখন যা পান তা দিয়েই পোশাক তৈরি করে ফেলেন। আর সেসব উদ্ভট পোশাক পরে হাজির হন ক্যামেরার সামনে। নিয়মিত এমন ফটোশুটের ছবি আপলোড করেন সামাজিক মাধ্যমে। এবার তিনি হাজির হয়েছেন কাপড় শুকানোর ক্লিপ দিয়ে তৈরি পোশাকে। অবাক করা বিষয় হচ্ছে, উড়ফি সাধারণত তার বিশেষ অঙ্গ ঢাকতে যা ব্যবহার করেন সেই তুলনায় এবারের পোশাক কিছুটা বড়।
নতুন পোশাক প্রসঙ্গে উড়ফি জানান, বাড়ির ছাদে ক্লিপ দিয়ে জামাকাপড় মেলছিলেন তিনি। সেসময় মাথায় আসে এই ধারণা। এরপরই অন্তর্বাসের সঙ্গে সারি সারি ক্লিপ আটকে নতুন জামা বানিয়ে ফেলেন তিনি।
ক্লিপের পোশাক পরা কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। যা রিতীমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা গেছে, অভিনেত্রীর পরনে কোনো টি-শার্ট এবং শর্টসও নেই। তিনি বুক থেকে উরুর উপর পর্যন্ত ঢেকেছেন প্লাস্টিকের ক্লিপ দিয়ে। উড়ফির এমন পোস্টের নিচে অনেকেই কটাক্ষ করে মন্তব্য করছেন। একজন লিখেছেন, সাহস থাকলে কনডম দিয়ে জামা বানিয়ে দেখাও। আবার অনেকে লিখেছেন, উড়ফিকে দ্রুত মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।
এনবিএস/ওডে/সি