ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় র‌্যাপারকে প্রকাশ্যে গুলি করে হত্যা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় র‌্যাপারকে প্রকাশ্যে গুলি করে হত্যা

 দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় র‌্যাপারকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ফেব্রুয়ারি মাসের শেষে মুক্তির কথা ছিল দক্ষিণ আফ্রিকার র‌্যাপার কিয়ারনান ফোর্বসের নতুন অ্যালবাম ‘ম্যাস কান্ট্রি’। অ্যালবামের মুক্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালাচ্ছিলেন তিনি। কিন্তু অ্যালবাম মুক্তি পাওয়ার আগেই প্রকাশ্যে খুন হতে হয়েছে তাকে।

গত শনিবার দক্ষিণ আফ্রিকার উপকূলীয় শহর ডারবানের এক রেস্তোরাঁর সামনে অস্ত্রধারী দুই ব্যক্তি কিয়ারনান ও তার বন্ধু তেবেলো টিবজের ওপর গুলি চালায়। দুজনই নিহত হন। ৩৫ বছর বয়সী এই জনপ্রিয় র‌্যাপার ‘একেএ’ নামেও পরিচিত। কিন্তু তাকে হত্যার সঠিক কারণ এখনও পাওয়া যায়নি।

পুলিশের মুখপাত্র কর্নেল রবার্ট নেটশিউন্ডা বলেন, র‌্যাপার ও তার বন্ধু যখন নিজেদের গাড়ির দিকে হাঁটছিলেন, তখন দুজন অস্ত্রধারী খুব কাছ থেকে তাদের গুলি করে। এরপর হত্যাকারীরা পায়ে হেঁটেই সেখান থেকে চলে যায়। দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নতুন নয়। এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে।

গত মাসের ২৮ তারিখ এই র‌্যাপারের জন্মদিন ছিল। জন্মদিন উদযাপন করতে বন্ধুর সঙ্গে নাইটক্লাবে যাচ্ছিলেন তিনি। বন্ধু তেবেলো টিবজ পেশায় একজন বাবুর্চি। নাইটক্লাবে যাওয়ার পথেই তাদের হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীর সূত্রে এই সময় তাদের ছয়টি গুলি করা হয়। তারকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে তার পরিবার। র‌্যাপ গ্রুপ এন্টিটির হয়ে নিজের সংগীতজীবন শুরু করেন কিয়ারনান ফোর্বস। এরপর নিজের একক অ্যালবামে প্রবেশ করেন তিনি। দক্ষিণ আফ্রিকায় বেশ কয়েকটি পুরস্কার জিতেছিলেন এই জনপ্রিয় র‌্যাপার।

এনবিএস/ওডে/সি