এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ মে, ২০২২, ০২:০৫ পিএম
জম্মু-কাশ্মীরে ‘ডিলিমিটেশন কমিশন’র নেওয়া রাজনৈতিক পদক্ষেপ প্রত্যাখান পাকিস্তানের
ভারতের কেন্দ্র শাসিত এই অঞ্চল দুটির সংসদীয় আসন সংখ্যা ৮৩ থেকে ৯০ করা হয়েছে। এর মধ্যে ছয়টি আসন বাড়ানো হয়েছে জম্মুতে এবং একটি বাড়ানো হয়েছে কাশ্মীরে। জম্মুতে আগে ছিল ৩৭টি আসন। এখন হলো ৪৩টি। কাশ্মীরে আগে ছিল ৪৬টি আসন। এখন হলো ৪৭টি
এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই প্রচেষ্টার মাধ্যমে ভারত ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে যে অবৈধ পদক্ষেপ গ্রহণ করেছে তার বৈধতা দিতে চাইছে। ভারত সরকারের উচিত হবে অধিকৃত অঞ্চলে কোনো প্রকার ডেমোগ্রাফিক পরিবর্তন আনা থেকে বিরত থাকা। জিওটিভি
বৃহস্পতিবার ভারতের চার্জ ডি-এ্যাফেয়ার্সকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এ ব্যাপারে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে।
পাকিস্তান বলেছে, ভারত সরকারের এই পদক্ষেপ পুরোপুরিভাবে ‘প্রহসনমূলক’ এবং এই পদক্ষেপ উক্ত অঞ্চলের বেশির ভাগ রাজনৈতিক দলই প্রত্যাখান করেছে।