এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মে, ২০২২, ০১:০৫ পিএম
হায়দরাবাদে মুসলিম নারীকে বিয়ে করায় যুবককে প্রকাশ্যে হত্যা
২৫ বছর বয়সী যুবক নাগারাজুকে পিটিয়ে হত্যা করেছে তার স্ত্রীর ভাই ও স্বজনরা।
নাগারাজু একটি গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী। তার স্ত্রীর নাম আশরিন সুলতানা। ভালোবেসে তিন মাস আগে একে অপরকে বিয়ে করেন। ভিন্ন ধর্মের এই দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছোটবেলা থেকেই।
পুলিশ বলছে, বুধবার রাতে ওই দম্পতি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে দুজন তাদের থামিয়ে মোটরসাইকেল থেকে নাগারাজুকে নামিয়ে লোহার রড ও ছুরি দিয়ে আঘাত করতে থাকে।
এসময় নাগারাজুর স্ত্রী সবার কাছে সাহায্য চাচ্ছিলেন এবং হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করছিলেন। পরে প্রত্যক্ষদর্শীরা ওই হামলাকারীর দিকে ছুটে যান এবং মারতে থাকেন। ধাওয়া খেয়ে হামলাকারী পালিয়ে যান।
এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে হায়দরাবাদের সারুরনগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবিতে স্থানীয় ভারতীয় জনতা পার্টির-বিজেপি কর্মীরা বিক্ষোভ করছেন।