এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মে, ২০২২, ০২:০৫ পিএম
খাদ্য ঝুঁকিতে আফগানিস্তানের ৯৭ ভাগ নাগরিক: জাতিসংঘ
যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানে বর্তমানে ৯৭ শতাংশেরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। খাদ্য সঙ্কট এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটির মানুষদের পক্ষে দিনে দুই বেলা জোগাড় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। শুক্রবার (৬ মে) প্রতিবেদনটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা খামা প্রেস।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনের বরাত দিয়ে আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, গত বছর নির্বাচিত আফগান সরকারকে ক্ষমতাচ্যুত তরে তালেবান। ২০ বছর পর তালেবান ক্ষমতায় আসার পর থেকে গত ৯ মাসে সাধারণ আফগানদের আয় কমেছে প্রায় এক তৃতীয়াংশ।
শুক্রবারের প্রতিবেদনে খামা জানায় , চলতি বছরের মার্চ মাসে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় কাবুলের ৩ লাখ ৭৬ হাজার ১৩৯ জন বাসিন্দাকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো আর্থিক সহযোগিতা পায়নি আফগানিস্তানের নাগরিকরা।
আফগানিস্তানের অর্থনীতি মূলত বিদেশি সহায়তানির্ভর। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে জাতিসংঘ ব্যতীত অন্য সব দাতাগোষ্ঠী ও দেশসমূহ আফগানিস্তানে সহায়তা প্রদান বন্ধ রেখেছে।