ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ

 কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ

এ সব দেশের শীর্ষ ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে বুধবার (১৫ ফেব্রুয়ারি) পিএফইসি গ্লোবালের ধানমণ্ডি অফিসে ‘মাল্টি ডেসটিনেশন অ্যাপ্লিকেশান ডে’ অনুষ্ঠিত হবে।

এতে ইভেন্টে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কোর্স, স্কলারশিপ ও ইন্টার্নশীপ নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ইনটেকের জন্য তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবেন।

পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য থাকছে শতকরা ৬০ ভাগ পর্যন্ত স্কলারশিপ এবং আবেদন ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করার সুযোগ। ইভেন্টে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।

এনবিএস/ওডে/সি