ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

মাইক্রোসফটে নিয়োগ পেলেন কুবি শিক্ষার্থী


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৭ মে, ২০২২, ০২:০৫ পিএম

মাইক্রোসফটে নিয়োগ পেলেন কুবি শিক্ষার্থী

মাইক্রোসফটে নিয়োগ পেলেন কুবি শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম শিক্ষার্থী হিসেবে মাইক্রোসফটে নিয়োগ পেয়েছেন রাজিব চন্দ্র পাল। গত ২৯ এপ্রিল ইমেইলের মাধ্যমে তাকে বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। 

চলতি বছরের ১৫ অক্টোবর মাইক্রোসফট কর্পোরেশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে মাইক্রোসফট রিসার্চ সেন্টারে যোগদান করার কথা রয়েছে তার। 

রাজিব চন্দ্র পাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী।

মাইক্রোসফটে কাজের সুযোগ পাওয়ায় অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, আমি সবসময় চেয়েছি বিশ্বের জায়ান্ট কোনো কোম্পানিতে কাজ করতে। আমরা যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করি তাদের লক্ষ্য থাকে গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো বিশ্বের বড় বড় কোম্পানিতে কাজ করা। আমি সে লক্ষ্যে পৌঁছাতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি।