ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

ত্রিপুরা বিধানসভার নির্বাচনে বিজেপি একক সংখ্যায় নেমে আসবে: জিতেন্দ্র চৌধুরী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:০২ পিএম

ত্রিপুরা বিধানসভার নির্বাচনে বিজেপি একক সংখ্যায় নেমে আসবে: জিতেন্দ্র চৌধুরী

ত্রিপুরা বিধানসভার নির্বাচনে বিজেপি একক সংখ্যায় নেমে আসবে: জিতেন্দ্র চৌধুরী

ভারতে বিজেপিশাসিত ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রধান শরিক সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছেন, নির্বাচনে বিজেপি একক সংখ্যায় নেমে আসবে।

তিনি আজ (মঙ্গলবার) ত্রিপুরার রাজধানী আগরতলায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। রাজ্যটিতে আগামী ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ২ মার্চ। ত্রিপুরায় সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট এবার তাদের চির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস দলের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচনী মাঠে নেমেছে। রাজ্যটিতে বামফ্রন্টকে পরাজিত করে ২০১৮ সাল থেকে বিজেপি ক্ষমতায় রয়েছে। 

আজ সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ত্রিপুরায় বিজেপি এখন যারা ক্ষমতায় আছে তারা সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। আজকের দিনে তাদের নেতারা হয়তো বলবেন অন্যরকম। কিন্তু আজকের দিনে বিজেপির একটা আসনও নেই যে, সেই আসনে তারা জিতবে এমন কথা হলফ করে বলে পারে।’    

কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা এবং নির্বাচনে জিতলে সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘সময়ের জরুরি প্রয়োজনে যে পদক্ষেপ রাজ্যের জন্য, দেশের জন্য, জনগণের জন্য করা দরকার আমরা তা করি। আমাদের রাজ্যে এখানে লেফট ফ্রন্ট হলেও কেরালাতে আমাদের লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট। পশ্চিমবঙ্গেও প্রায় সেরকমই। সময়ের প্রয়োজনে জনগণের ইচ্ছা এবং দেশের বর্তমান পরিস্থিতিতে একটা ছোট রাজ্যের নির্বাচন হলেও এটা যে কত গুরুত্বপূর্ণ তা দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে সারা দেশ ফেলে আগরতলাতে অতিরিক্ত অবস্থান করতে হচ্ছে। প্রধানমন্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে চলে আসতে হয়েছে। অন্য রাজ্যেও নির্বাচন আছে, সেসব জায়গায় এরকম যাওয়ার প্রয়োজন আমরা দেখি না, কিন্তু এখানে কেন? দেশের আগামী রাজনীতিতে ২০২৪ সালের নির্বাচন আসছে, ত্রিপুরার এই সমন্বয় সারা দেশে একটা অত্যন্ত ইতিবাচক সুদূরপ্রসারী বার্তা এসে যাচ্ছে’ বলেও মন্তব্য করেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।  

অন্যদিকে,  আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ  বলেছেন, ত্রিপুরায় আমরা আমাদের আসন সংখ্যাও বাড়াবো, আমাদের ভোটের শতাংশও বাড়বে। ত্রিপুরায় এবার সবচেয়ে ভালো ফল হবে বলেও মন্তব্য করেছেন বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ।      
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে