এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম
প্রকাশ্যে আসামীদের ফায়ারিং স্কোয়াড ও ফাঁসি দেওয়ার দাবি ট্রাম্পের
রোলিংস্টোনের এক রিপোর্টে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের এধরনের দাবিকে ‘উদ্ভট’ বলা হয়েছে।
গত বছর নভেম্বরে ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রস্তততিমূলক এক প্রচারণার সময় ট্রাম্প তার সহযোগীদের কাছে জানতে চেয়েছিলেন ফায়ারিং স্কোয়াড, ফাঁসি আর গিলোটিনের মাধ্যমে শাস্তি দেওয়ার সময় প্রকাশ্যে টেলিভিশনে প্রচার করা হলে কেমন হয়। এ সম্পর্কে এক কলামে বাম ঘরানার একটি ম্যাগাজিন তার এ রকম ভাবনাকে ‘মানুষ এসব দেখতে আর শুনতে অভ্যস্ত হয়ে গেছে’ বলে কটাক্ষ করে।
কলামে আরও বলা হয়, ট্রাম্প কয়েকজনের ফাঁসি একসঙ্গে কার্যকর করার পরামর্শও দেন। এমনি সরকারি তহবিলের মাধ্যমে এসব সাজা দেওয়ার প্রকাশ্য দৃশ্য দেখানোর জন্য প্রচারণায় উৎসাহের কথাও বলেন তিনি।
হোয়াইট হাউজের সাবেক এক কর্মকর্তা ম্যাগজিনটিকে বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন মাদকের মূল হোতা ও মাঝারি-ক্ষুদ্র কারবারীদের বড় একটি অংশকে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তির পক্ষে মত দিয়েছিলেন।
২০১২ সাল হতে এক দশক ধরে ট্রাম্প আসামীদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার পক্ষে কাজ করে আসছেন। বিশেষত শিশু ধর্ষণের সঙ্গে যারা জড়িত তাদেরকে ‘বিকৃত মনা’ আখ্যা দিয়ে দ্রুত বিচার করে ফাঁসি দেওয়ার পরমর্শ দেন। তার শাসনামলে ১৩ আসামীকে ফাঁসি দেন তিনি। অথচ ১৯৬৩ থেকে ২০২০ সালের মধ্যে দেশটিতে মাত্র তিনজনের ফাঁসি কার্যকর করা হয়।
এনবিএস/ওডে/সি