ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

৩৬০০ কর্মী ছাঁটাই করবে মোটরগাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

৩৬০০ কর্মী ছাঁটাই করবে মোটরগাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড

 ৩৬০০ কর্মী ছাঁটাই করবে মোটরগাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড

যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান ফোর্ড কোম্পানি সারা বিশ্ব থেকেই উল্লিখিত সংখ্যক কর্মী ছাঁটাই করছে। বেশি সংখ্যক কর্মী ছাঁটাই হচ্ছে উত্তর আমেরিকা থেকে। এর মধ্যে ২০০০ বেতনভুক্ত কর্মচারী এবং এক হাজার যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারতের বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মচারী। ফোর্ড চেয়ার বিল ফোর্ড ও সিইও জিম ফার্লে বলেছেন, ই-মেইলের মাধ্যমে ইতোমধ্যেই বার্তা পাঠানো হয়েছে।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, কর্মী ছাঁটাইয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে খরচ কমানোর জন্য।  জার্মানি ও ব্রিটেনে কাজ করা সংস্থাটির এই কর্মীদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এছাড়া ইউরোপের অন্যান্য দেশে এই সংস্থায় কর্মরত কর্মীদের থেকে ছাঁটাই করা হবে ২০০ কর্মীকে।

ফোর্ডের একজন মুখপাত্র বলেছেন, কর্মচারী কমানোর বিষয়টি প্রথম জানানো হয়েছে সোমবার। কর্মী ছাঁটাইয়ের এ বিষয়টি ফোর্ডই প্রথম নয়। টেক জায়ান্টদের প্রায় সব ক’টি কোম্পানিই ব্যয় সংকোচনের লক্ষ্যে কর্ম ছাঁটাই করে চলেছে।  

ফোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জার্মানিতে প্রোডাক্ট ডেভলপমেন্ট ও প্রশাসনিক বিভাগের ২৩০০ কর্মী ছাঁটাই করবে। আর ব্রিটেনে ছাঁটাইতে পড়তে যাচ্ছে ১৩০০ জন। আগামী তিন বছরে ধাপে ধাপে এই কর্মীদের ছাঁটাই করা হবে।

ফোর্ডের ইউরোপীয় সাধারণ ব্যবস্থাপক মার্টিন স্যান্ডার বলেছেন, ‘এটা কঠিন সিদ্ধান্ত, এটাকে আমরা হালকাভাবে নিচ্ছি না।’ ছাঁটাই হওয়া কর্মীদের সব ধরনের সহায়তা করার ঘোষণাও দেওয়া হয়েছে। ব্যয় কমিয়ে কোম্পানির মুনাফা ধরে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ফোর্ড।

এনবিএস/ওডে/সি