ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

আবারো পর্দায় আসছে পিঁপড়া মানুষ!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম

আবারো পর্দায় আসছে পিঁপড়া মানুষ!

 আবারো পর্দায় আসছে পিঁপড়া মানুষ!

বিশ্বের সুপারহিরো ভিত্তিক সিনেমার অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিও। তাদের অন্যতম জনপ্রিয় একটি চরিত্র হচ্ছে ‘অ্যান্ট-ম্যান’। বাংলায় পিঁপড়া মানুষ বলা যায়। এই সুপারহিরোর দুটি সিনেমা যথাক্রমে ২০১৫ ও ২০১৮ সালে মুক্তি পায়। আবারো সেই পিঁপড়া মানবের নতুন সিনেমা আসতে যাচ্ছে বড় পর্দায়।

আলোচিত এই পিঁপড়া মানুষের অদ্ভুত একটি ক্ষমতা হচ্ছে, প্রয়োজন অনুযায়ী পিঁপড়ার সমান ছোট হতে পারে এই সুপারহিরো। সাথে তার শক্তিও বেড়ে যায় কয়েক গুণ। শুধু তাই নয়, তার বিশেষ একটি স্যুটের সাথে রয়েছে একটি হেলমেটও। যা তাকে অন্যান্য পিঁপড়াদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আসন্ন সিনেমা ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প : কোয়ান্টাম্যানিয়া’য় আরো বহুগুন শক্তি নিয়ে আসছে এই পিঁপড়া মানব। এমন তথ্যই দিয়েছে প্রযোজনা সংস্থা মার্ভেল।

১৭ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এই সিনেমা। জানা গেছে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এটি। মার্ভেল স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, দারুণ এক উপভোগ্য সিনেমা হতে যাচ্ছে ‘অ্যান্ট-ম্যান ৩’। এটি মুক্তির পর বক্স অফিস কাঁপাবে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩১তম চলচ্চিত্র এটি। এ ছবির হাত ধরে মার্ভেলের ফেজ ফাইভ শুরু হচ্ছে। অর্থাৎ বেশ কিছু নতুন সুপারভিলেনের সাথে পরিচিত হবে পৃথিবী।

পিটন রিডের পরিচালনায় বরাবরের মতো এবারও অ্যান্ট-ম্যান হিসেবে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা পল রুড। ওয়াস্প চরিত্রে থাকছেন এভানজিলিন লিলি। আর ক্যাং চরিত্রে দেখা যাবে জনাথন মেজরকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন মিকাইল পিফার, মিখাইল ডগলাস, ক্যাথরিন নিউটন প্রমুখ।.

এনবিএস/ওডে/সি