ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

মধ্যরাতে থানায় যেতে হলো শ্রাবন্তীকে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম

মধ্যরাতে থানায় যেতে হলো শ্রাবন্তীকে

 মধ্যরাতে থানায় যেতে হলো শ্রাবন্তীকে

পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে মাঝরাতে যেতে হলো থানায়। তবে তার নিজের জন্য নয়, অভিনেত্রীর ছেলে অভিমন্যুর জন্যই তাকে কলকাতার আনন্দপুর থানায় নিয়ে যায় পুলিশ। সঙ্গে তার নতুন ফিটনেস ট্রেনার প্রেমিক ও ছেলে অভিমন্যুকেও নিয়ে যাওয়া হয়।

কলকাতার আরবানা প্রপারটিজের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন শ্রাবন্তী। সোমবার দিবাগত রাতে তাঁদের আবাসনের এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ায় ছেলে অভিমন্যু। এরপর শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে ওই ব্যক্তি শারিরিক আক্রমন করে বসেন অভিমন্যুর উপর।

বিষয়টি সহজভাবে নেননি শ্রাবন্তী। তার নতুন ফিটনেস ট্রেনার প্রেমিককে সঙ্গে নিয়ে প্রতিবেশি ঐ ব্যক্তির ফ্ল্যাটে হাজির হন তারা। আর তারপর কথা কাটাকাটি থেকে হাতাহাতির মতো ঘটনাও ঘটে। ঘটনা জটিল আকার ধারণ করলে, সকলকে নিয়ে যাওয়া হয় আনন্দপুর থানায়। তবে তাদের কারো নামেই কোনো মামলা হয়নি। পুলিশের উপস্থিতিতে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়।

এনবিএস/ওডে/সি