ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

৬ বছর পর নাটকে জ্যোতিকা জ্যোতি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

৬ বছর পর নাটকে জ্যোতিকা জ্যোতি

 ৬ বছর পর নাটকে জ্যোতিকা জ্যোতি

ছোট পর্দার এক সময়ের আলোচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছা নিয়ে নাটক থেকে বিদায় নিয়েছিলেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ২০২১ সালে মুক্তি পাওয়া নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায়। এরপর তার আর কোনো কাজে যুক্ত হওয়ার খবর শোনা যায়নি। এতে অনেকেই ভাবতে শুরু করেছেন, হয়তো অভিনয়কে বিদায় জানিয়েছেন জ্যোতি! এ অভিনেত্রী এবার তাদের উদ্দেশ্যে জানালেন, তিনি এখনো আছেন, হারাননি!

সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জ্যোতি লিখেছেন, ‘শুধু সিনেমাই করব এই ভেবে টেলিভিশন নাটক ছেড়েছিলাম। কিন্তু মানসম্মত কাজ আর ইনফ্লুয়েনশাল ইন্ডাস্ট্রির অভাবে কাজের পরিমাণ এতটাই কম যে মানুষ ভাবতে শুরু করেছে আমি অভিনয় ছেড়েই দিয়েছি। যাহোক, আমি আছি, হারাইনি, অভিনয়ই আমার পেশা।’

বড় পর্দায় তেমন সুযোগ না পাওয়ায় দীর্ঘ ছয় বছর পর ফিরলেন টেলিভিশনে। পারভেজ আমিন পরিচালিত ধারাবাহিক নাটক ‘এপার ওপার’এ অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্য গল্প, চরিত্র,পরিচালক সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে বলেই কাজটা করা। এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ এক চরিত্র, যা আমার কাছে একদমই নতুন! এমন টাইপের চরিত্রে আমি কখনো অভিনয় করিনি।’

নাটকের পাশাপাশি জানিয়েছেন নতুন সিনেমার কথা। তার অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ ও সাইফুল ইসলামের ‘অনাবৃত’ নামের দুটি চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। খুব শিগগিরই তাকে ওটিটিতে দেখা যাবে।

এনবিএস/ওডে/সি