ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

যে কারণে নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না শাহরুখের ‘জওয়ান’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:০২ পিএম

যে কারণে নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না শাহরুখের ‘জওয়ান’

 যে কারণে নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না শাহরুখের ‘জওয়ান’

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের ‘পাঠান’। যা ইতোমধ্যেই বেশ কিছু রেকর্ড ভেঙ্গে গড়েছে নতুন রেকর্ড। মুক্তির কদিন আগেই ঘোষণা এসেছিলো শাহরুখের পরবর্তী সিনেমা ‘জওয়ান’ মুক্তির। বলা হয়েছিলো, চলতি বছরের ২ জুন মুক্তি পাবে এটি। কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না এ সিনেমা।

মুক্তির তারিখ ঘোষণার পর ফেব্রুয়ারির প্রথম দিনই ছবিটির শুটিংয়ে ফিরেছিলেন বলিউড বাদশাহ। কিন্তু পাঠান মুক্তির কারণে ঠিকঠাক সময় দিতে পারছেন না তিনি। তাই এখনও ধারণ করা সম্ভব হয়নি সিনেমাটির একাধিক অ্যাকশন দৃশ্যের। এ কারণেই নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না ‘জওয়ান’। সংবাদমাধ্যমে এমন তথ্যই জানিয়েছে এই সিনেমার নির্মাতা অ্যাটলি।

প্যান ইন্ডিয়ান ফিল্ম হিসেবে নির্মিত হচ্ছে ছবিটি। এটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালমসহ আরো বেশ কয়েকটি ভাষায় মুক্তি দেয়া হবে। ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন দক্ষিণী সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দন। ‘জওয়ান’ ছবিতে শাহরুখের বিপরীতে পর্দায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এ ছাড়াও আরও অভিনয় করছেন বিজয় সেথুপতি, থালাপতি বিজয় প্রমুখ।

এনবিএস/ওডে/সি