ঢাকা, সোমবার, এপ্রিল ৭, ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Logo
logo

ইরান যাত্রীবাহী ও যুদ্ধ বিমান নির্মাণ অব্যাহত রেখেছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মে, ২০২২, ১১:০৫ এএম

ইরান যাত্রীবাহী ও যুদ্ধ বিমান নির্মাণ অব্যাহত রেখেছে

ইরান যাত্রীবাহী ও যুদ্ধ বিমান নির্মাণ অব্যাহত রেখেছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, আমাদের রয়েছে বিমান নির্মাণ প্রযুক্তি এবং এই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরণের বিমান নির্মাণ অব্যাহত রয়েছে।

তিনি আজ (শনিবার) সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে এ কথা বলেন।

ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন ধরণের জঙ্গি বিমান ও যাত্রীবাহী বিমান নির্মাণ করেছে। এগুলোর নাম হচ্ছে অযারাখশ, ইরান-১৪১ এবং কোওসার।

ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি আরও বলেছেন, বিমান নির্মাণ ক্ষেত্রে ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিদেশি সহযোগিতা ছাড়াই নতুন নতুন বিমান তৈরি করছে। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও বিশ্ববিদ্যালয়গুলো সহযোগিতা দিচ্ছে।

তিনি নৌ ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রশংসা করে বলেন, বর্তমানে বিশ্বের গুটি কয়েক দেশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক জাহাজ ও ডেস্ট্রয়ার নির্মাণের সক্ষমতা রয়েছে। কিন্তু ইরানের এই সক্ষমতা রয়েছে। ইরান বিশ্বের সর্বাধুনিক নৌ সরঞ্জাম নির্মাণ করার সক্ষমতা রাখে বলেও তিনি ঘোষণা করেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে